চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙনের মুখে বিজিবি ক্যাম্পসহ বহুস্থাপনা
দেড়শ বাড়িঘর নদীতে বিলীন, ৩দিন বিদ্যুৎ নেই ,ব্যবস্থা গ্রহণ জরুরি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাডাঙ্গা ইউনিয়নের কাইড়া পাড়া গ্রামের দেড়শ পরিবারের ঘরবাড়ি পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। চরম হুমকির মুখে রয়েছে বিজিবি ক্যাম্প, চরবাগডাঙ্গা ইউনিয়ন কমপ্লেক্সসহ আশপাশের শতশত বাড়িঘর, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, আম বাগান ফসলি জমি।
স্থানীয়রা জানিয়েছে, গত ইদুল ফিতরের পর থেকে শুরু হওয়া ভাঙনে গত দুইদিনে প্রায় ২০০ মিটার জুড়ে ভেতরে ঢুকে পড়েছে নদী। গত ৩ দিনের ব্যাপক ভাঙনে প্রায় ১ শ মিটার নদী ভেতরে ঢুকে পড়েছে। বর্তমানে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ চরবাগডাঙ্গা বিওপি চরম হুমকির মুখে পড়েছে। বিওপি থেকে মাত্র ১শ মিটার দূরে অবস্থান করছে নদী। ভাঙনের কবলে পড়ে গত তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে বিজিবি। গতকাল রবিবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহেদুল আলম।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন-চরবাগডাঙ্গা বিজিবি ক্যাম্পটি একটি পাকা স্থাপনার উপর তৈরি। গত কয়েকদিনে পদ্মা নদীর ব্যাপক ভাঙনে চরম হুমকির মুখে পড়েছে। দুয়েকদিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে ক্যাম্পটি নদীতে বিলীন হয়ে যাবে এবং আর্থিক ক্ষতির পাশাপাশি চোরাচালান প্রতিরোধে মারাত্মক সমস্যা সৃষ্টি করবে। তিনি বলেন-এই বিওপির পাশ ঘেঁষে পদ্মা নদী প্রবাহিত হচ্ছে, একটি দূরেই বিশাল চর, দুয়েকদিনের মধ্যে ভাঙন ঠেকানো না গেলে ক্যাম্পটি বিলীন হয়ে যাবে এবং চোরাচালান প্রতিরোধ করা কঠিন হবে। ভাঙনের কারণে গত তিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে জানিয়ে তিনি বলেন-ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের সোহেলা রানা মুকুল জানান ইত:পূর্বের পদ্মার ভয়াবহ ভাঙনে তাদের ১০ বিঘাসহ এলাকার শতশত বিঘা জমি বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে রোডপাড়া গ্রামের ৯০টি পরিবারের বসভিটা, জায়গাজমি। এবারও ভাঙন অব্যাহত রয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধ করা না হলে ব্যাপক ক্ষতি হয়ে যাবে এলাকাবাসী জানিয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস