রাবার ড্যাম প্রকল্পঃ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত “চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম” শীর্ষক প্রকল্পটি গত ১৬/০১/২০১৮খ্রিঃ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পটির অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ১৫৯৯৭.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল অক্টোবর/২০১৭ হতে জুন/২০২০ পর্যন্ত। উক্ত প্রকল্পের আওতায় মহানন্দা নদীর উপর ৩৫৩ মিটার দীর্ঘ ১টি রাবার ড্যাম এবং ৩৬.০৫ কিঃমিঃ নদী ড্রেজিং কাজ বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে পরিকল্পনা কমিশন হতে প্রকল্পটির জিও জারী এবং পানি সম্পদ মন্ত্রণালয় হতে প্রশাসনিক অনুমোদন জারী হয়েছে। প্রকল্প পরিচালক নিয়োগ ও অর্থ কোড প্রাপ্তি প্রক্রিয়াধীন আছে।
প্রস্তাবিত প্রকল্প:-
ক) চরবাগডাঙ্গা প্রকল্পঃ পদ্মা নদীর ভাঙ্গন হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা এলাকা রক্ষা” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ২৫৮৫০.০০ লক্ষ টাকা ব্যয় সম্বলিত পূনঃগঠিত হালনাগাদ ডিজাইনে ডিপিপি সম্প্রতি উর্দ্ধতন দপ্তরে প্রেরন করা হয়েছে।
খ) পাগলা নদী পূনঃখনন প্রকল্পঃ “চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাগলা নদী পুনঃ খনন প্রকল্প”শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ৪৯৮৯.০০ লক্ষ টাকা ব্যয় সম্বলিত পূনঃগঠিত ডিপিপি সম্প্রতি হালনাগাদ ডিজাইনে উর্দ্ধতন দপ্তরে প্রেরন করা হয়েছে।
গ) ওয়ামিপ প্রকল্পঃ বিশ্বব্যাংক সাহায্যপূষ্ট পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প (ওয়ামিপ)-২য় পর্যায় এর আওতায় ভোলাহাট উপজেলায় বিল ভাতিয়া উন্নয়ন প্রকল্প এবং সদর উপজেলার চড়াই-সমেশপুর উন্নয়ন প্রকল্প এর পূনর্বাসন কাজের প্রস্তাবনা গৃহীত হয়েছে। আগামী অর্থ বছর হতে বাস্তবায়ন আরম্ভ হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS